ক্রিকেট

রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় লর্ডসের শেষ দিন

লন্ডন, ১৬ আগস্ট – পঞ্চম দিনে গড়িয়েছে ইংল্যান্ড-ভারতের মধ্যকার লর্ডস টেস্ট। দ্বিতীয় ইনিংসে ভারত ৬ উইকেট হারিয়ে ১৮১ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে। লিড নিয়েছে ১৫৪ রানের। ক্রিজে আছেন রিশাব পন্ত (১৪) ও ইশান্ত শর্মা (৪)। তারা দুজন আজ সোমবার বিকেলে পঞ্চম ও শেষ দিনে ব্যাট করতে নামবেন।

চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৫৫ রান তুলতেই তারা হারিয়ে বসে ৩ উইকেট। ১৮ রানের মাথায় লোকেশ রাহুল আউট হন ৫ রান করে। ২৭ রানের সময় রোহিত শর্মা ফেরেন ২১ রানে। আর ৫৫ রানের মাথায় বিরাট কোহলি আউট হন ২০ রান করে।

এরপর চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানে ১০০ রানের জুটি গড়ে বিপদ এড়ান। এরপর আবার দ্রুত ৩টি উইকেট হারায় ভারত। ১৫৫ রানের মাথায় পূজারা আউট হন ব্যক্তিগত ৪৫ রানে। দলীয় ১৬৭ রানের সময় আজিঙ্কা রাহানে ফেরেন ৬১ রান করে। আর ১৭৫ রানের মাথায় আউট হন রবীন্দ্র জাদেজা (৩)। এরপর পন্ত ও ইশান্ত মিলে ৬ রান তুলে দিন শেষ করে আসেন।

বল হাতে ইংল্যান্ডের মার্ক উড ৩টি, মঈন আলী ২টি ও স্যাম করন ১টি উইকেট নেন।

এখন দেখার বিষয় শেষ দিনে বাকি ৪টি উইকেট হারিয়ে ভারত দলীয় সংগ্রহে আর কতো রান যোগ করতে পারে। শেষ পর্যন্ত কতো রানের টার্গেট দিতে পারে স্বাগতিকদের।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৬ আগস্ট

Back to top button