দক্ষিণ এশিয়া

কাবুল বিমানবন্দরে গোলাগুলি, আহত অন্তত ৪০

কাবুল, ১৬ আগস্ট – আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরসহ বিভিন্ন অংশে গোলাগুলির খবর পাওয়া গেছে। গোলাগুলিতে ৪০ জনের আহত হওয়ার খবর এসেছে।

বিমানবন্দরে গোলাগুলির পর সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে বিমানবন্দরে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়।

মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, কাবুল বিমানবন্দরে গোলাগুলির পরপরই মার্কিন দূতাবাস নিরাপত্তা সতকর্তা জারি করে। আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। যেসব মার্কিন নাগরিক কাবুল ছাড়তে চান তাদের অনলাইনে নিবন্ধন করতে বলা হয়েছে ।

নিরাপত্তা সতকর্তায় আরও বলা হয়, কাবুলে নিরাপত্তা পরিস্থিতি দ্রুতই পাল্টে যাচ্ছে।

রয়টার্সের খবরে বলা হয়, কাবুলের উপকণ্ঠে সংঘর্ষে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

কাবুলের একটি হাসপাতাল টুইট করে এ তথ্য জানায়। তালেবান যোদ্ধারা কাবুলে ঢুকে পড়ার পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, কাবুলের বিভিন্ন অংশে গোলাগুলি হয়েছে।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/১৬ আগস্ট ২০২১

Back to top button