আইন-আদালত

বঙ্গবন্ধু অন্যায়ের কাছে মাথা নত করেননি: প্রধান বিচারপতি

ঢাকা, ১৬ আগস্ট – বঙ্গবন্ধু অন্যায়ের কাছে মাথা নত করেননি বলে তার জীবনের অনেকটা সময় কারাগারে কেটেছে বলে মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (১৫ আগস্ট) দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বাঙালির স্বাধিকার, বাঙালির স্বাধীনতা, একাত্তরের মুক্তিযুদ্ধ যা বলা হোক না কেন, সে শব্দগুলোর অপর নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু অন্যায়ের কাছে মাথা নত করেননি বলে তার জীবনের অনেকটা সময় কারাগারে কেটেছে। আদর্শ এবং মূল্যবোধ থেকে তিনি এক পা পিছু হটেননি। গণতন্ত্র এবং আইনের শাসনকে সুসংহত করতে বঙ্গবন্ধু জীবনের শেষদিন পর্যন্ত প্রাণান্তকর সংগ্রাম করেছেন।

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিগণের অংশগ্রহণে শোকসভায় আরও বক্তব্য দেন, আপিল বিভাগের চারজন বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ২২ জন বিচারপতি।

শোক সভা শেষে জাতির পিতা এবং তার পরিবারের সদস্যসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান। শোক সভা সঞ্চালনা করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৬ আগস্ট

Back to top button