ক্রিকেট

বাতিল হয়ে গেল আফগানিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

ক্যানবেরা, ১৬ আগস্ট – ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু আফগানিস্তানে বিরাজমান পরিস্থিতির কারণে এই সিরিজ উভয় দেশের বোর্ড একসঙ্গে বাতিল ঘোষণা করেছে।

জানা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে ভারতে এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপই ভারত থেকে সরে গেছে আরব আমিরাত এবং ওমানে। এখন এমন পরিস্থিতিতে ভারতের মাটিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড কিভাবে সিরিজটি আয়োজন করবে?

এ নিয়ে দুই বোর্ডের মিলিত সিদ্ধান্তের পর জানানো হয়েছে, আফগান ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়া মিলেই সিদ্ধান্ত নিয়েছে যে সিরিজটি স্থগিত করা হবে। কারণ, ভ্রমণে জটিলতা, কোয়ারেন্টাইন, নতুন ভেন্যু খুঁজে বের করা- এসব এখন রীতিমত অসম্ভব।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৬ আগস্ট

Back to top button