চট্টগ্রাম

চট্টগ্রামে একদিনে ৭ জনের মৃত্যু, শনাক্ত ২৩০

চট্টগ্রাম, ১৬ আগস্ট – চট্টগ্রামে করোনা সংক্রমণের সংখ্যা একদিনের ব্যবধানে অর্ধেক কমেছে। যা গত কয়েকদিনের তুলনায় একেবারেই নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৩০ জন করোনা রোগী। এদের মধ্যে ১৬৩ জন নগরের আর ৬৭ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫ হাজার ৪৪ জনে এসে দাঁড়িয়েছে। তারমধ্যে ৬৯ হাজার ৭৭৫ জন নগরের আর ২৫ হাজার ২৬৯ জন উপজেলার বাসিন্দা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া ৭ জনের মধ্যে ২ জন নগরের আর বাকি ৫ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২৮ জনে দাঁড়িয়েছে। তারমধ্যে ৬৪৯ জন নগরের আর ৪৭৯ জন উপজেলার বাসিন্দা।

রোববার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৮টি ল্যাব ও বিভিন্ন এন্টিজেন বুথে সর্বমোট ১ হাজার ৭৮৩ জনের নমুনা পরীক্ষা হয়। তাতে ২৩০ জনের ফলাফল পজিটিভ আসে।

গত ২৪ ঘণ্টায় ১৪ উপজেলায় শনাক্ত হয়েছে ৬৭ জন। তারমধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বোয়ালখালী উপজেলায়। যেখানে ২৪ ঘণ্টায় ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৬ আগস্ট

Back to top button