আইন-আদালত

আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যারিস্টার রফিকের অবদান সকলেই স্মরণ করবে : অ্যাটর্নি জেনারেল

ঢাকা, ২৪ অক্টোবর- সিনিয়র আইনজীবী এবং প্রাক্তন অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

তিনি বলেন, রফিক উল হক বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। তার এই চলে যাওয়া আইন অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি করবে।

আরও পড়ুন: জীবিতকে ‘মৃত দেখিয়ে’ দুইজনকে গ্রেফতার, হাইকোর্টে ক্ষমা চাইল পুলিশ

আইনের শাসন প্রতিষ্ঠায় তার অবদান সকলেই স্মরণ করবে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আজ এক শোক বার্তায় অ্যাটর্নি এসব কথা বলেন।

ব্যারিস্টার রফিক উল হক আজ শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

সূত্র : ইত্তেফাক
এন এইচ, ২৪ অক্টোবর

Back to top button