জাতীয়
জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পিএমও’র শ্রদ্ধা
ঢাকা, ১৫ আগস্ট – ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।
রোববার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় প্রেস উইংসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৫ আগস্ট