দক্ষিণ এশিয়া

বাগরাম ঘাঁটি ও কারাগার তালেবানের নিয়ন্ত্রণে

কাবুল, ১৫ আগস্ট – যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যদের জন্য আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি তালেবান ও আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ের মূল রণক্ষেত্র ছিল ২০ বছর ধরে। এবার তালেবান তা দখলে নিল। একইসঙ্গে কারাগারও তাদের দখলে। কাবুল দখলের শেষ প্রান্তে এসে এমন দাবি করল তালেবান।

২০০১ সালে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনী এ ঘাঁটিতে প্রবেশ করে। পরিত্যক্ত অবস্থায় পেলেও পরে এটিকে ১০ হাজার সৈন্য রাখতে সক্ষম এমন বিশাল ঘাঁটিতে পরিণত করা হয়। জজ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকতে পরিদর্শন করেন এ ঘাঁটি।

বাগরামে একটি কারাগারও রয়েছে, যেখানে সংঘাতের সময় মার্কিন সেনাদের হাতে আটক বন্দিদের রাখা হতো, যা কিউবার কুখ্যাত কারাগারের নামে পরে আফগানিস্তানের গুয়ান্তানামো হিসেবে পরিচিতি পায়।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান তালেবানের শাসনে ছিল। এর মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট সেখানে যৌথ অভিযান চালায়, যার মাধ্যমে তালেবান শাসনের অবসান ঘটে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৫ আগস্ট

Back to top button