জাতীয়

বঙ্গবন্ধু হত্যার কুশীলবরা এখনো সক্রিয় : ওবায়দুল কাদের

ঢাকা, ১৫ আগস্ট – যারা মুজিবকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল, ইতিহাসের পাতা থেকে তারাই আজ মুছে যাচ্ছে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলবরা এখনো সক্রিয়, তারা চায় না দেশের উন্নয়ন হোক, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল হোক।

রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

কাদের বলেন, ৩২ নম্বরের সিঁড়িতে নিথর পড়ে থাকা শরীর শুধু একজন জাতির পিতার নয়, একজন স্বাধীনতার স্থপতির। সে রক্তাক্ত নিথর শরীর ছিল সবুজ-শ্যামল বাংলার প্রতীক। মাটি ও মানুষের আজন্ম ধারকের বুক বিদীর্ণ করেনি বুলেট, করেছিল তারই অর্জিত বাংলাদেশের পতাকার মতো উদার লাল-সবুজের হৃদয়।

বিএনপির শাসনামলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হয়নি, তারা পাহাড়িদের সংঘর্ষে উসকে দিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ১২ বছর আগের পার্বত্য চট্টগ্রাম আর আজকের পার্বত্য চট্টগ্রাম এক নয়, আজ পাহাড়ি এলাকা উন্নয়ন-অর্জনে সমৃদ্ধ।

গণটিকা প্রসঙ্গে তিনি বলেন, মানুষের আগ্রহে ভাটা সৃষ্টি করার জন্য বিএনপি অপচেষ্টা চালাচ্ছে। বিএনপির নেতারা একদিকে অপপ্রচার চালায়, আবার সবার আগে গিয়ে ভ্যাকসিন নেয়।

তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে কোনো সংকট হবে না, আগামী ছয় মাসের মধ্যে কোটি কোটি ভ্যাকসিন আসবে।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি প্রান্ত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুসা মাতব্বর।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৫ আগস্ট

Back to top button