চট্টগ্রাম

চট্টগ্রামে পৌঁছেছে আরও ৩ লাখ ৩৫ হাজার টিকা

চট্টগ্রাম, ১৫ আগস্ট – করোনা ভাইরাসের আরও ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা চট্টগ্রামে এসেছে। এরমধ্যে ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না এবং ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ চীনের তৈরি সিনোফার্মের টিকা।

শনিবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে। চট্টগ্রামে করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এ টিকার চালান গ্রহণ করেন।

এর আগে গত ৬ আগস্ট ৩ লাখ ৯ হাজার ২০০ ডোজ, ২৮ জুলাই ১ লাখ ৮৫ হাজার ডোজ এবং ১১ জুলাই চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম এবং মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা চট্টগ্রামে আসে।

কবে থেকে করোনার টিকাদান চালু হবে এ ব্যাপারে জানতে সিভিল সার্জন ডা. ফজলে রাব্বির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর
এন এইচ, ১৫ আগস্ট

Back to top button