বগুড়া

বজ্রপাতে বগুড়ায় প্রাণ গেল ২ কৃষকের

বগুড়া, ১৫ আগস্ট – বগুড়ার শাজাহানপুর উপজেলায় জমিতে মরিচের চারা রোপণের সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বজ্রপাতে নিহতরা হলেন— বগুড়ার শাজাহানপুরের আগড়া পাঁচবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও একই গ্রামের খোকা মিয়ার ছেলে রাকিবুল ইসলাম (২৭)।

পুলিশ ও স্বজনরা জানান, শনিবার বিকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছিল। শহিদুল ইসলাম ও রাকিবুল ইসলাম বাড়ির কাছে জমিতে অন্য শ্রমিকদের সঙ্গে মরিচের চারা রোপণ করছিলেন।

সন্ধ্যার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কৃষি শ্রমিক শহিদুল ইসলাম ও রাকিবুল ইসলাম মারা যান।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নান্নু খান জানান, কোনো অভিযোগ না থাকায় বজ্রপাতে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: যুগান্তর
এম ইউ/১৫ আগস্ট ২০২১

Back to top button