জানা-অজানা

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৯২ জনের মৃত্যু এবং ৫ লাখ ৬৪ হাজার ৭৪৫ জন রোগী শনাক্ত হয়। একদিন আগেই করোনায় ১০ হাজার ৩৮৬ জনের মৃত্যু এবং ৭ লাখ ২৯ হাজার ৫৩ জন রোগী শনাক্ত হয়েছিলো।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ২৪৭। এর মধ্যে মারা গেছে ৪৩ লাখ ৬৭ হাজার ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৬০ লাখ ১৫ হাজার ৮৪৮ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৮৩৫। এর মধ্যে মৃত্যু ৬ লাখ ৩৭ হাজার ৪৩৯ জনের। তবে সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লাখ ৪৪ হাজার ৬০৯ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লাখ ৯১ হাজার ৯৫৪ জন। এরমধ্যে প্রাণ গেছে ৪ লাখ ৩১ হাজার ২৫৩ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৪৬০ জন।

শনাক্তে তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৩ লাখ ৫০ হাজার ১৪২। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। তবে সুস্থ হয়েছেন ১ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন।

সংক্রমণ ও মৃত্যুতে চতুর্থ রাশিয়া এবং পঞ্চম ফ্রান্স। তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

সুত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৫ আগস্ট ২০২১

Back to top button