ব্যবসা

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর, ১৫ আগস্ট – জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী এবং ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী ফেরত আসা অব্যহত রয়েছে।

রোববার সকাল থেকেই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, রোববার জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।

অপরদিকে আজ ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস সে কারণে ভারতীয় রপ্তানিকারকরা কোনো পণ্য রপ্তানি বা আমদানি না করার ঘোষণা দেয়ায় বন্দরের আমদানি রপ্তানিসহ ভেতরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সোমবার সকাল থেকে আবারও আমদানি রপ্তানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেকেন্দার আলী জানান, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত অভ্যন্তরে আটকে পড়া যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সুত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৫ আগস্ট ২০২১

Back to top button