দক্ষিণ এশিয়া

তালেবানের অগ্রযাত্রার মুখে কূটনীতিকদের কাবুল ছাড়ার হিড়িক

কাবুল, ১৫ আগস্ট – আফগানিস্তানের রাজধানী কাবুলে তালিবানদের দ্রুত অগ্রযাত্রার মুখে নাগরিকদের সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে অনেক দেশ। পরিস্থিতির অবনতি হওয়ায় বিদেশি কূটনীতিকদের কাবুল ছাড়ার হিড়িক পড়েছে। ব্রিটিশ গণমাধ্যম এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার তালেবান যোদ্ধার লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলম দখল করে নিয়েছে, যা রাজধানী থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে। যার কারণে বিভিন্ন দেশ কাবুল থাকা তাদের কর্মী, নাগরিক এবং কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে। তালেবানদের আগ্রাসনের মধ্যে তারা এই তোড়জোড় শুরু করেছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে।

জানা গেছে, আফগানিস্তানের অধিকাংশ বড় শহর দখলে নেওয়ার পর রাজধানী কাবুলের ওপর সাঁড়াশি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তালেবান। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাবুলের দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আফগানিস্তানে কর্মরত মার্কিন বেসামরিক নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে ফের কাবুলে সেনা পাঠিয়েছে পেন্টাগন। যদিও আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালে বলেছেন, শেষ শক্তি দিয়ে আমরা তালেবান জঙ্গিদের প্রতিরোধ করব।

মে মাস থেকে ২০ বছরের যুদ্ধক্ষেত্র আফগানিস্তান ছাড়তে শুরু করে মার্কিন বাহিনী। এরপর থেকে তালেবানদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর ১৮টি দখল করে নিয়েছে, তাও মাত্র এক সপ্তাহের মাঝে।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ১৫ আগস্ট

Back to top button