গালির ভয়ে বিয়ের ছবি পোস্ট করতে পারছেন না নিলয়
ঢাকা, ১৫ আগস্ট – জনপ্রিয় টিভি অভিনেতা নিলয় আলমগীর সম্প্রতি নিজের বিয়ে খবর প্রকাশ করেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন বার্তার পাশাপাশি বিড়ম্বনারও শিকার হতে হচ্ছে তাকে।
আজকাল তারকাদের সোশ্যাল মিডিয়ায় হয়রানি যেন রীতিতে পরিণত হয়েছে। অনেকে বিষয়গুলো আমলে না নিলেও কেউ কেউ এ সব নিয়ে হতাশায় ভোগেন।
এর আগে অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন নিলয়। সেই প্রসঙ্গ টেনেই অনেকে বাজে মন্তব্য করছেন।
নিলয় জানান, বিয়েতে এক হাজারের মতো ছবি তুললেও গালির ভয়ে পোস্ট করতে পারছেন না।
শনিবার ফেইসবুকে তিনি লেখেন, “কী যে একটা সমস্যায় আছি। বিয়ে করেছি, দ্বিতীয় বিয়ে। হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ তো আর করি নাই।
নতুন বউয়ের সাথে হাসি খুশি ছবি দিলে কমেন্ট করতেসে এত নির্লজ্জ কেন আপনি, দ্বিতীয় বিয়ে করসেন আবার বউয়ের সাথে ছবি দেন। একা ছবি দিলাম তাতেও সমস্যা বিয়ের পর একা ছবি কেন। আমার বিড়ালের সাথে ছবি দিলাম সেটাও সমস্যা।”
অভিনেতা বলেন, “এক হাজারের উপরে ছবি তুলেছি। গালি খাওয়ার ভয়ে পোস্ট করতে পারছি না। আমার এত ছবি লইয়া আমি এখন কোথায় যাইবো।”
এ ভোগান্তিতে নিলয়ের পাশে দাঁড়িয়েছেন গায়ক-অভিনেতা তাহসান খান। নিলয়ের পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, “প্রতিদিন কাউকে না কাউকে হেয় প্রতিপন্ন করার তাগিদটা কি খুব জরুরি? এটা কি খ্যাতির বিড়ম্বনা নাকি একটা সামাজিক ব্যাধি? My heart goes out to you Niloy!”
নিলয় বিয়ে করেন ৭ জুলাই। তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি হোম ইকোনমিকসের ছাত্রী। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখির সঙ্গে যুক্ত। এ ছাড়া সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন আহ্বান ফাউন্ডেশনের গণযোগাযোগের দায়িত্ব পালন করছেন হৃদি।
এন এইচ, ১৫ আগস্ট