ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চুক্তি করলে নিজ লোকের হাতে মৃত্যু হতে পারে: প্রিন্স সালমান
রিয়াদ, ২৪ অক্টোবর- ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে চুক্তি করলে নিজ লোকের হাতেই মরতে হতে পারে বলে মনে করেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলি-আমেরিকান বিলিয়নিয়ার হাইম সাবানের সঙ্গে সম্প্রতি আলাপকালে তিনি এমনটা জানান বলে ইসরায়েলি সংবাদমাধ্যম হারৎজের খবর।
ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্থাপন প্রসঙ্গে এসব তথা বলেন ক্রাউন প্রিন্স সালমান, পশ্চিমা বিশ্বে যিনি এমবিএস নামে বেশি পরিচিত। সৌদিও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পাতার পথে হাঁটলে ‘ইরান, কাতার বা নিজ লোকদের হাতে’ মৃত্যু হতে পারে তার।
হারৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা ও উন্নতির স্বার্থে যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে বাইডেনের পক্ষে বুধবার অনলাইন প্রচারণা চালানোর সময় প্রিন্স সালমান নিয়ে এ মন্তব্য করেন বিনোদন জগতের মোগল হাইম সাবান।
আরও পড়ুন: ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা সুদানের
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্প্রতি কুটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছে আরব আমিরাত ও বাহরাইন। দেশ দুটির সঙ্গে সৌদি আরবের ভালো সম্পর্ক রয়েছে সৌদি আরবের। এ ছাড়া মুসলিম বিশ্বের অন্যতম দেশটি ইদানীং ইসরায়েল সম্পর্কে অনেকটা শিথিল আচরণ দেখাচ্ছে।
শুক্রবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে সুদানও। এ খবর জানানোর দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন সৌদি আরবসহ আরব বিশ্বের অন্যান্য দেশও ইসরায়েলের ব্যাপারে একই সিদ্ধান্ত নেবে।
সূত্র : দেশ রূপান্তর
এম এন / ২৪ অক্টোবর