দক্ষিণ এশিয়া

আফগানিস্তানের লোগার প্রদেশ দখল, কাবুলের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তালেবান

কাবুল, ১৪ আগস্ট – কান্দাহার ও হেরাতের পর শনিবার আফগানিস্তানের লোগার প্রদেশের দখল নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে রাজধানী কাবুলের উপকণ্ঠে পৌঁছে গেলো দলটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার লোগার প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছে তালেবান। এর মধ্য দিয়ে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ১৮টিতেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা। উদ্ভূত পরিস্থিতিতে আফগানিস্তান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

গত কয়েক দিন ধরে আফগানিস্তানে দৃশ্যত তালেবানের বিজয় উৎসব চলছে। নিরাপত্তা বাহিনীর কাছ থেকে একের পর এক প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিচ্ছে তারা। উদ্ভূত পরিস্থিতিতে তালেবানকে অবিলম্বে হামলা বন্ধের পাশাপাশি গৃহযুদ্ধ এড়াতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, ‘আফগানিস্তান গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। এই সময়ে যে কোনও উপায়ে আলোচনা শুরু করা উচিত।’

এদিকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন আশা করছে আফগান বাহিনী তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, মাঠে রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দুটোই দেখতে চাই।

বিদ্যমান পরিস্থিতিতে আফগান সরকারকে তালেবানের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, একটি অন্তর্ভুক্তিমূলক সমঝোতায় পৌঁছানোর জন্য আফগান সরকারের উচিত তালেবানের সঙ্গে যোগাযোগ করা।

জোসেফ বোরেল বলেন, রাজনৈতিক মতপার্থক্য নিষ্পত্তি, সব স্টেকহোল্ডারদের প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং একতার দৃষ্টিভঙ্গি থেকে আমরা আফগান সরকারকে তালেবানের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করি।

তিনি বলেন, আফগানিস্তানের জন্য ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহায়তার চাবিকাঠি হচ্ছে বিদ্যমান সংকটের একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাধান। এর পাশাপাশি নারী, সংখ্যালঘু নির্বিশেষে সব আফগানদের মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১৪ আগস্ট ২০২১

Back to top button