জাতীয়

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

ঢাকা, ১৪ আগস্ট – করোনার টিকা নেয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

খালেদা জিয়ার অবস্থার প্রসঙ্গে তিনি বলেন, আপাতত এখন স্থিতিশীল। ডেটোরেট করেনি। আর তার খারাপ কোন কিছু হয়নি। টিকা তিনি এক ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজও নেবেন।

মির্জা ফখরুল বলেন, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে গত ১৯ জুলাই মর্ডানার তৈরি করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। এই হিসেবে আগামী ১৯ আগস্ট দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ রয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৪ আগস্ট

Back to top button