বলিউড

পুরনো প্রেমিকের সঙ্গে বিয়ে অনিল কন্যা রিয়ার

মুম্বাই, ১৪ আগস্ট – বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেতা অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুর। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক করণ বুলানি। ১৩ বছর ধরে প্রেম করেছেন তারা।

তিন বছর কাপুর পরিবারে বিয়ের সানাই বাজছে। অনিলের জুহুর বাংলোতে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন সম্পন্ন হবে। শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া এই বিয়েতে তেমন কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

এদিকে কিছুদিন আগেই লন্ডন থেকে স্বামীসহ ভারতে ফিরেছেন সোনম কাপুর। দেশে ফেরার পর তাকে ঘিরেও গুঞ্জন শুরু হয়। তিনি অন্তঃসত্ত্বা, আর তাই দেশে ফিরেছেন এমন গুঞ্জনে মুখর ছিলো চারপাশ। কিন্তু এখন তার দেশে ফেরার বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। মূলত ছোট বোনের বিয়ের জন্যই নায়িকার দেশে ফেরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এন এ/ ১৪ আগস্ট

Back to top button