ময়মনসিংহ

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যালে ২৩ জনের মৃত্যু

ময়মনসিংহ, ১৪ আগস্ট – গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ এবং ১৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনা পজিটিভ হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হচ্ছেন– ময়মনসিংহ সদরের সুফিয়া (৪৫), খোদেজা (৫৫), মরজিনা (৬৫), খাদিজা আক্তার (৭০), মুক্তাগাছার রিয়াজুল ইসলাম (৪৫), আব্দুল মালেক (৫৫), তারাকান্দার কোহিনুর (৬৫), হালুয়াঘাটের মতিন (৭০), নেত্রকোনার খলিন্দ্র চন্দ্র (৮০) ও শেরপুরের নালিতাবাড়ির আবু সালেহ (৭০)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন– ময়মনসিংহ সদরের ফারুক (৩৬), গোলাম কিবরিয়া (৬৫), রোজী আক্তার (৫২), রাজ্জাক (৭০), আসিরন (৬০), রাবেয়া (৭০), ঈশ্বরগঞ্জের সাকিনা (৫৫), শেরপুরের মোজাম্মেল (৬৫), নেত্রকোনার হাজেরা (৬৫), মনজুরুল (৬৫), আহমেদ (৫৬), টাঙ্গাইলের আব্দুল গফুর (৭৫) ও জামালপুরের বিল্লাল হোসেন (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৯৯ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬০০টি নমুনা পরীক্ষায় ১৫৮ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। মোট করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৯ হাজার ১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৫ জন।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১৪ আগস্ট ২০২১

Back to top button