ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে!
ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও এখন ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে। নতুন এই ফিচার নিয়ে আসছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ।
এতদিন শুধুমাত্র অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইস থেকেই হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কল করা যেত।
নতুন ফিচারে কম্পিউটার থেকেও হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে মেসেজ পাঠানোর সঙ্গে ভয়েস ও ভিডিও কল করা যাবে।
নতুন ফিচার এখনো সকল গ্রাহকদের কাছে পৌঁছায়নি। যদিও হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সন ২.২০৪৩.৭-এ এই ফিচার দেখা গেছে।
সম্প্রতি ডব্লিউএবিটাইনফো ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: এবার ফেস আনলক সুবিধা হোয়াটসঅ্যাপে
ওই প্রতিবেদনে বলা হয়, নতুন ফিচারে ওয়েব ক্লায়েন্ট ব্যবহার করে যে কোন ব্রাউজার থেকে ভয়েস ও ভিডিও কল করা যাবে।
ইনকামিং কলে পপ আপ নোটিফিকেশন ভেসে উঠবে। সেখানেই কল গ্রহণ অথবা কেটে দেয়ার অপশন থাকবে। আউটগোয়িং কলে ভেসে উঠবে একটি পৃথক স্ক্রিন। সেখানে কল শেষ করা ও মাইক্রোফোন মিউট করার বাটন দেখা যাবে।
এখন পরীক্ষামূলকভাবে এই ফিচার নির্বাচিত গ্রাহকের কাছে পৌঁছবে।
আর/০৮:১৪/২৪ অক্টোবর