শিক্ষা

এইচএসসির ফরম পূরণে বাড়তি অর্থ না নিতে নির্দেশ

ঢাকা, ১৩ আগস্ট – ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় না করে শিক্ষা বোর্ড নির্ধারিত অর্থ আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। আর ফরম পূরণের জন্য কোনোভাবেই শিক্ষার্থী বা অভিভাবকদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে বলা যাবে না। এছাড়া ২৩ মাসের বেশি বেতনও আদায় না করার নির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলামের স্বাক্ষরিত আদেশটি শুক্রবার (১৩ আগস্ট) প্রকাশ করা হয়।

আদেশে জানানো হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফি নিতে হবে। আর ২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ২৪ মাসের বেতন নেওয়া যাবে।

এছাড়া ফরম পূরণের জন্য শিক্ষার্থী বা অভিভাবককে প্রতিষ্ঠানে আসতে বলা যাবে না বলে উল্লেখ করা হয় আদেশে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১৩ আগস্ট

Back to top button