ইউরোপ

টিকার বদলে স্যালাইন পেয়েছে জার্মানির ৮ হাজার মানুষ!

বার্লিন, ১৩ আগস্ট – জার্মানিতে আট হাজারের বেশি মানুষকে পুনরায় করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য বলেছে কর্তৃপক্ষ। এক নার্স টিকার বদলে স্যালাইন দেওয়ার আশঙ্কা থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। নর্থ সী উপকূলের কাছে ফ্রিয়েসল্যান্ডের একটি টিকাকেন্দ্রের ওই নার্সের ভূমিকা তদন্ত করছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, প্রথমে ধারণা করা হয়েছিল মার্চ ও এপ্রিল মাসে মাত্র ছয় জনকে লবন স্যালাইন দিয়েছেন ওই নার্স। এই স্যালাইন ক্ষতিকর নয়। টিকার বদলে স্যালাইন নেওয়া মানুষদের বয়স ৭০ বছরের বেশি।

পুলিশের ইন্সপেক্টর পিটার বিয়ার জানান, ৪০ বছর বয়সী ওই নারী করোনা সংশ্লিষ্ট গুরুতর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। তিনি ভাইরাসের সংক্রমন ঠেকাতে জারি করা বিধিনিষেধের সমালোচনাও করেছেন।

আঞ্চলিক সম্প্রচার মাধ্যম এনডিআর জানায়, পুনরায় টিকা নেওয়ার জন্য ৮ হাজার ৫৫৭ জনকে বলা হয়েছে। এদের মধ্যে প্রায় ৩ হাজার ৬০০ জন নতুন করে টিকা নিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এপ্রিলে অভিযুক্ত নার্স স্বীকার করেছিলেন তিনি ছয় ব্যক্তিকে টিকার বদলে স্যালাইন দিয়েছেন। হাত থেকে পড়ে একটি ভায়াল ভেঙে যাওয়া লুকাতে তিনি এমন কাজ করেছেন বলে দাবি করেন। কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে, অনেক মানুষকেই ফাইজার-বায়োএনটেকের টিকার বদলে স্যালাইন দেওয়া হয়েছে।

নার্সের এমন কাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার কথা একেবারে উড়িয়ে দেয়নি পুলিশ। তবে ওই নার্সের আইনজীবী এমন উদ্দেশ্যের কথা প্রত্যাখ্যান করেছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১৩ আগস্ট ২০২১

Back to top button