৪৩ বছরের রেকর্ড ভেঙে ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ইতালিতে
রোম, ১৩ আগস্ট – ইউরোপের ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রা এখন ইতালির সিসিলি দ্বীপে। বৃহস্পতিবার সেখানে ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস বা ১১৯.৮ ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বেশকিছু অঞ্চলে চরম তাপমাত্রার জন্য রেড অ্যালার্ট জারি করেছে এবং শুক্রবারের মধ্যে সর্বোচ্চ স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হওয়া শহরগুলোর সংখ্যা আট থেকে ১৫ পর্যন্ত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, বর্তমানে ইউরোপের সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড ৪৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭৭ সালে গ্রিসের এথেন্সে তা রেকর্ড করা হয়।
আফ্রিকা থেকে আসা অ্যান্টিসাইক্লোন লুসিফারের কারণে ইতালিতে তাপপ্রবাহ চলছে। অ্যান্টিসাইক্লোন হলো উচ্চ বায়ুমণ্ডলীয় চাপের জায়গা যেখানে বাতাস ডুবে যায়।
এছাড়া রোববার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। বর্ধিত ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।
সূত্র: যুগান্তর
এম ইউ/১৩ আগস্ট ২০২১