জাতীয়
টিকা পেতে নিবন্ধনকারীর সংখ্যা তিন কোটি ছাড়াল
ঢাকা, ১৩ আগস্ট – করোনা টিকা পেতে সারাদেশে নিবন্ধনকারীর সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এ সংখ্যা ৩ কোটি ৫ লাখ ৩৭ হাজার ৬ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এদিকে বৃৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা ২ কোটি ৫৩ লাখ ৫৯৮০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৫৩ লাখ ১১ হাজার ৬৬৯ ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫২ লাখ ২৪ হাজার ৩১১ জন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৩ আগস্ট