ব্যবসা
২০ আগস্ট ব্যাংক বন্ধ
ঢাকা, ১২ আগস্ট – পবিত্র আশুরা উপলক্ষে ১৯ আগস্ট (বৃহস্পতিবার) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তে আশুরা ২০ আগস্ট (শুক্রবার) নির্ধারণ হওয়ায় ছুটির তারিখও পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ আগস্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি থাকবে। যদিও এদিন শুক্রবার হওয়ায় এমনিতে সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের (ডিওএস) নির্দেশনায় বলা হয়েছে, আশুরা উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
সূত্র: জাগো নিউজ
এম ইউ/১২ আগস্ট ২০২১