শিক্ষা

অনলাইনে এইচএসসির ফরম পূরণ শুরু

ঢাকা, ১২ আগস্ট – বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ কার্যক্রম। কার্যক্রম শেষ হবে আগামী ৩০ আগস্ট।

এবারই প্রথম কোনো পরীক্ষার্থী বা অভিভাবককে শিক্ষাপ্রতিষ্ঠানে হাজির না হয়ে অনলাইনে ফরম পূরণ ও অনলাইনেই ফি পরিশোধ করতে হবে।

এর আগে গত ৩১ জুলাই ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠান যেসব শিক্ষার্থীদের নির্বাচন করবে শুধুমাত্র তারাই ফরম পূরণ করতে পারবে। নিয়মিত শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের ফি হচ্ছে বিজ্ঞান শাখার জন্য এক হাজার ১৬০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য এক হাজার ৭০ টাকা।

তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো পরীক্ষার্থী ফি পরিশোধে ব্যর্থ হলে তার ফরম পূরণ সম্পন্ন হয়নি বলে গণ্য হবে। চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের কোনো নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। প্রতিষ্ঠান এ সংক্রান্ত কোনো ফি আদায় করতে পারবে না।

নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো ফি আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সূত্র : চ্যানেল আই
এম এউ, ১২ আগস্ট

Back to top button