রংপুর

রংপুরে একদিনে আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৪২৭

রংপুর, ১২ আগস্ট – রংপুর বিভাগে করোনায় একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪২৭ জনের । এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭৮ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের ছয়জন, ঠাকুরগাঁওয়ের ছয়জন, দিনাজপুরের দুইজন ও নীলফামারীর একজন রয়েছেন।

একই সময়ে বিভাগে ২ হাজার ২১ জনের নমুনা পরীক্ষা করে রংপুরের ১৬৯ জন, দিনাজপুরের ৬৪ জন, গাইবান্ধার ৫৮ জন, কুড়িগ্রামের ৪১ জন, ঠাকুরগাঁওয়ের ৩১ জন, পঞ্চগড়ের ২৬ জন, নীলফামারীর ২৩ জন ও লালমনিরহাট জেলার ১৫ জন করোনা শনাক্ত হয়েছে। বিভাগে শনাক্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বিভাগে করোনায় মারা যাওয়া ১ হাজার ‌‌৭৮ জনের মধ্যে দিনাজপুরের ৩০০ জন, রংপুরের ২৫২ জন, ঠাকুরগাঁওয়ের ২১০ জন, নীলফামারীর ৭৭ জন, পঞ্চগড়ের ৬৬ জন, কুড়িগ্রামের ৫৯ জন, লালমনিরহাটের ৫৭ জন ও গাইবান্ধার ৫৭ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০১ জন।

রংপুর বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৯ হাজার ৮২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১৩ হাজার ৫৬৬ জন, রংপুরে ১১ হাজার ৩৭৫ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৬৮১ জন, গাইবান্ধায় ৪ হাজার ৩১৩ জন, নীলফামারীর ৪ হাজার ৫৯ জন, কুড়িগ্রামে ৪ হাজার ১৭৫ জন, লালমনিরহাটে ২ হাজার ৪৭৪ জন এবং পঞ্চগড়ে ৩ হাজার ১৮৩ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১৩৮ জনে।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ৩৪ হাজার ৯৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই।

সূত্র : বার্তা২৪
এম এউ, ১২ আগস্ট

Back to top button