ক্রিকেট

পাঁচ বছর পর ইংল্যান্ড দলে ফিরলেন হাসিব

লন্ডন, ১২ আগস্ট – ইংলিশ ব্যাটার মাইক আথারটনের কাছ থেকে অভিষেক ক্যাপ পেয়েছিলেন হাসিব হামিদ। ল্যাঙ্কাশায়ারের হয়ে হাসিবকে ক্যাপ দেওয়ার সময় সাবেক ওপেনার মাইক বলেছিলেন, আমার বিশ্বাস, সে (হাসিব) একদিন আমাদের সবাইকে ছাপিয়ে যাবে।’

তবে আথারটনের কথা মত সে সবাইকে ছাপিয়ে না গেলেও কঠোর পরিশ্রম করে দীর্ঘ পাঁচ বছর পরে আবারও ইংলিশদের দলে ফিরেছেন। তার ফেরাকে স্বাগতম জানিয়ে ইংল্যান্ড ক্রিকেট টুইট করে লিখেছেন, ‘কিছুসময় হবে। ২০১৬ সালের পর দীর্ঘ সময় ও কঠিন পথ পাড়ি। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়। ওয়েলকাম ব্যাক হাসিব।’

প্রায় পাঁচবছর আগে এই ভারতের বিপক্ষেই অভিষেক হয়েছিল হাসিবের। সবশেষ ২০১৬ সালে ভারতের বিপক্ষে সেই মাসেই ছিল হাসিবের শেষ ম্যাচ। অভিষিক্ত ম্যাচেই ফিফটি হাঁকিয়েছিলেন হাসিব। তবে সর্বসাকুল্যে হাসিবের টেস্ট ক্যারিয়ার মাত্র তিন ম্যাচের। ১৯৯৭ সালে জন্ম নেওয়া হাসিব ইংল্যান্ডের হয়ে সবচেয়ে তরুণ ওপেনার হিসেবে অভিষিক্ত হন। ওপেনার হিসেবে ৩ ম্যাচে ৬ ইনিংসে ২১৯ রান করেছেন হাসিব। এভারেজ ৪৩.৮ আর ফিফটি দুইটি। সর্বোচ্চ স্কোর ছিল ৮২ রানের।

হাসিব দলে ফিরেছেন জ্যাক কাউলির জায়গায়। কাউলির ধারাবাহিক বাজে ফর্মে আবারও সুয়োগ হয়ে গেল ইংলিশ দলে। নিজের সুয়োগটার এবার সদব্যবহার নিশ্চয়ই করবেন হাসিব।

সূত্র : ঢাকাটাইমস
এম এউ, ১২ আগস্ট

Back to top button