ক্রিকেট

সৌম্য-নাঈমকে নিয়ে প্রশ্ন তোলায় ক্ষেপলেন রাসেল ডমিঙ্গো

ঢাকা, ১২ আগস্ট – অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের টপ অর্ডারের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। বিশেষ করে সৌম্য সরকারের রান খরা হতাশ করেছে সমর্থকদের বড় অংশকে। তবে ওপেনারদের ফর্ম নিয়ে প্রশ্ন তোলায় অসন্তোষ প্রকাশ করেছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

পাঁচ ম্যাচে ব্যাট করতে নামা সৌম্যর ব্যাট থেকে আসে ২, ০, ২, ৮ ও ১৬ রান। নাঈমও ছিলেন না ছন্দে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচে ওপেন করতে নেমে ৯১ রান করেন। কিন্তু এই দুই ব্যাটসম্যানকে দুষতে নারাজ হেড কোচ রাসেল ডমিঙ্গো।

সৌম্য ইস্যুতে জিম্বাবুয়ে সফরের পরিসংখ্যান সামনে এনে সংবাদমাধ্যমকে ডমিঙ্গো বলেন, ‘দুই ম্যাচ পরই মানুষ সৌম্যকে নিয়ে সমালোচনা শুরু করেছে। কিন্তু দুই ম্যাচ আগেই সে সিরিজ সেরা হয়েছে। খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। এক-দুই ম্যাচে রান পেলে দল থেকে বাদ দেওয়া যাবে না। এই ব্যাপারে অনুগ্রহ করে আপনারা সংযত হন।’

নাঈমকে নিয়ে বলতে গিয়ে তার টি-টোয়েন্টি র‌্যাংকিংকে সামনে তুলে ধরলেন। কোচ বলেন, ‘নাঈম তো ভালো করছে। আপনি কি জানেন নাঈম বাংলাদেশিদের মধ্যে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে? আমি আপনাকে প্রশ্ন করব, এই সিরিজে কয়জন ওপেনার রান করতে পেরেছে? অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ অনেক ভালো। যশ হেইজেলউড, মিচেল স্টার্ক বিশ্বের সেরা বোলার। পিচও ছিল ব্যাটসম্যানদের জন্য কঠিন। তারা তাদের সেরাটা দিয়ে চেষ্টা করছে।’

সূত্র : সমকাল
এন এইচ, ১২ আগস্ট

Back to top button