টলিউড

বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন সোহিনী

কলকাতা, ১২ আগস্ট – টলিউডের চর্চিত প্রেমিক জুটি সোহিনী সরকার ও রণজয় বিষ্ণু। তারা কোনো রাখঢাক রেখে প্রেম করেননি কখনোই। সোশ্যাল মিডিয়ায় নিজেদের পিডিএ শেয়ার করা নিয়েও কোনও দ্বিধা দেখাননি। প্রথম দিকে ট্রল হলেও, জাস্ট সেসব অদেখা করে গিয়েছেন। বছর দুয়েক ধরে প্রেম সম্পর্কে আবদ্ধ দুজনে। লকডাউনের শুরু থেকেই রণজয় ও সোহিনি একসঙ্গেই আছেন।

কয়েকদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন রটেছে যে, এই বছর অর্থাৎ ২০২১ সলেই বিয়ে করবেন তারা। এমনিতে রণজয়ের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলতে একেবারেই পছন্দ করেন না তিনি। তবে, বিয়ের গুজব থামাতেই হয়তো মুখ খুললেন গণমাধ্যমে।

সোহিনী জানালেন, অবশ্যই তিনি বিয়ে করার কথা ভেবেছেন। কিন্তু সেটা এত জলদি নয়। এমনকী, এই নিয়ে তাদের কোনও পরিকল্পনাও হয়নি।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘কাবাডি কাবাডি’তে অভিনয় করার কথা আছে সোহিনীর। সোশ্যাল মিডিয়ায় প্রিয় জুটির তালিকা করলে বেশ প্রথমেই আসে তাদের নাম। স্বভাবতই বিয়ের খবরে বেশ খুশি হয়েছিলেন অনুরাগীরা। করোনা আবহে একটা খুশির খবরে মন ভরে গিয়েছিল অনেকেরই। কিন্তু মনে ব্যথা দিয়ে সবার সে ভুল ভাঙালেন সোহিনী।

এন এইচ, ১২ আগস্ট

Back to top button