দক্ষিণ আমেরিকা

পার্লামেন্টে ব্রাজিলের প্রেসিডেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান

ব্রাসিলিয়া, ১২ আগস্ট – ব্রাজিলের পার্লামেন্ট দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ভোট পদ্ধতি সংস্কার বিষয়ক একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নাকচ হয়ে যাওয়া ওই প্রস্তাবে ইলেকট্রনিক ব্যালট বাক্স থেকে মুদ্রিত রশিদ দেওয়ার প্রস্তাব করেছিলেন প্রেসিডেন্ট।

বোলসোনারোর দাবি, ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং সিস্টেম হচ্ছে জুয়াচুরি। এক্ষেত্রে ইলেকট্রনিক ব্যালট বাক্স থেকে প্রিন্ট হয়ে আসা রিসিট বা রশিদগুলো সুষ্ঠু ফলাফল নিরীক্ষায় সাহায্য করবে।

এ ধরনের প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তন পাস করার জন্য ৩০৪ ভোটের প্রয়োজন হয়। তবে মঙ্গলবার রাতে বোলসোনারোর এমন প্রস্তাবের পক্ষে ২২৯টি ভোট পড়ে।

বিরোধীদের দাবি, ভোট ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন করতে চাইছেন প্রেসিডেন্ট। তাই তারা এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে বাস্তবে বিরোধীরাও তাদের অবস্থানের পক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। ২১৮ জন আইনপ্রণেতা এই পদক্ষেপের বিরুদ্ধে ভোট দিয়েছেন।

নির্বাচনি কর্তৃপক্ষ এবং এমনকি বোলসোনারোর রাজনৈতিক মিত্রদের অনেকেও এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। তারা বলছেন, বর্তমান ভোট ব্যবস্থা সম্পূর্ণ নির্ভরযোগ্য এবং এর পরিবর্তন ভোট কেনাবেচার সুযোগ তৈরি করতে পারে।

সমালোচকরা বলছেন, বোলসোনারো ২০২২ সালের নির্বাচনের ফলাফল সম্পর্কে তার উৎসাহী সমর্থকদের মধ্যে সন্দেহ স্থাপনের চেষ্টা করছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে দ্বন্দ্ব সৃষ্টি করতে চেয়েছিলেন, বোলাসোনারোও সে পথেই হাঁটতে চেয়েছিলেন। কিন্তু পার্লামেন্ট তার সেই প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১২ আগস্ট ২০২১

Back to top button