জেমি ডে আসছেন শুক্রবার
ঢাকা, ১২ আগস্ট – সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। তাই আগামী তিন মাসের জন্য জাতীয় দলের একটি পঞ্জিকা তৈরি করবে ন্যাশনাল টিমস কমিটি। শুক্রবার এই পঞ্জিকা তৈরি করতেই সভায় বসছেন কমিটির কর্মকর্তারা। একই দিনে ঢাকায় এসে পৌঁছবেন জাতীয় দলের কোচ জেমি ডে।
বুধবার এসব তথ্য জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তবে প্রীতি ম্যাচ কাদের সঙ্গে খেলবে বাংলাদেশ কিংবা কোথায় হবে তা বলেননি তিনি।
সোহাগের কথায়, শুক্রবার বিকেলে জরুরি সভায় বসবেন ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা। ওই সভায় সবকিছু চূড়ান্ত হবে। কোন দলের সঙ্গে ম্যাচ, দেশেই নাকি বিদেশে সবকিছুই বলতে পারব ওই সভার পর।
২৭ আগষ্টের মধ্যে শেষ হবে লিগের খেলা। তাই ৩০ আগস্ট-৭ সেপ্টেম্বরের উইন্ডোতে ম্যাচ খেলার জন্য ১৪ দেশকে চিঠি দিয়েছে বাফুফে। শুক্রবারের মধ্যে দল চূড়ান্ত হবে বলে জানা গেছে। ওই দিনই ছুটি কাটিয়ে ঢাকায় আসবেন জেমি। ঢাকায় এসে লিগের বাকি ম্যাচ দেখবেন তিনি।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১২ আগস্ট