বিচিত্রতা

সকালে ৩০ টাকা খরচ করে দুপুরে কোটিপতি!

নাম তার রামকৃষ্ণ প্রামানিক। ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী। তার অবস্থা এমন ছিল যে, অর্থের অভাবে তার ছেলের পড়াশুনা বন্ধ হয়ে গেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মাত্র ৩০ টাকায় পাল্টে গেল ভারতের নলহাটির ভগবতীপুরের সেই ব্যবসায়ীর ভাগ্য। সকালে ৩০ টাকা দিয়ে লটারি কিনে দুপুরের মধ্যেই কোটিপতি হয়ে গেছেন তিনি। খবর জি-নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার কাউন্টার থেকে লটারি কিনেছিলেন ওই ব্যবসায়ী। দুই দিন পরে ড্র হলে দেখেন এক কোটি টাকার প্রথম পুরস্কার তারই। অবশ্য টাকা এখনও তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি।
গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, কোটি টাকার প্রথম পুরস্কার আমার জেনে আমি লাফিয়ে উঠি। এখনও টাকা হাতে পাইনি। লটারি ইন্সপেক্টর আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও টিকিটটা নিয়ে গেছেন। তিনি বলেছেন, সরকারিভাবে প্রক্রিয়া শেষ করে ১০-১৫ দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

ওই ব্যক্তির ছেলে বলেন, বাবার লটারি জেতার খবর শুনে খুব ভাল লাগছে। আর বছর খানেক আগে এটা পেলে আমার পড়ালেখা ছাড়তে হতো না। এখন এই টাকা পেলে ছোট বোনকে পড়াতে পারব। আমাদের অবস্থার উন্নতি হবে। লটারি জেতা ওই ব্যক্তি পেশায় একজন ক্ষুদ্র রেশন ডিলার।

এম এউ, ১১ আগস্ট

Back to top button