অস্ট্রেলিয়া

সিডনিতে সংক্রমণের নতুন রেকর্ড

সিডনি, ১১ আগস্ট – সারাবিশ্বে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অস্ট্রেলিয়ার সিডনিতে মঙ্গলবার করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় আরো নতুন এলাকায় লকডাউন জারি করা হয়। নিউ সাউথ ওয়েলস রাজ্যের ঘোষণায় বলা হয়েছে, নতুন করে ৩৫৬ জন সংক্রমিত হয়েছে। মধ্য জুনে ডেল্টা ধরণ শুরু হওয়ার পর একদিনে আক্রান্তের এটি সর্বোচ্চ সংখ্যা।

রাজ্য প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান বলেছেন, আমাদের লক্ষ্য হলো সংক্রমণ শুন্যে নামিয়ে আনা। কিন্তু দুঃখজনকভাবে গত কয়েকদিন ধরে আমরা সংক্রমণ বাড়তে দেখছি।

এদিকে উপকূলীয় বায়রন বে শহরে লকডাউন জারি করা হয়েছে। এর আগে নিউক্যাসল ও টামওর্থে লকডাউন জারি করা হয়। এছাড়া মেলবোর্নের ৫০ লাখ বাসিন্দাও ষষ্ঠবারের মতো করোনা প্রতিরোধী লকডাউনে রয়েছে।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১১ আগস্ট

Back to top button