মডেলিং

সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সুপারমডেল তারা

শোবিজ তারকাদের চাকচিক্য জীবন সকলের নজর কাড়ে। দামি বাড়ি-গাড়ি ও বিলাসবহুল জীবনযাপন দেখে অনেকেই পা বাড়ান এই রঙিন দুনিয়ায়।

অনেকেই মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। তবে এই পথচলাটা মোটেও সহজ নয়। এজন্য কঠোর পরিশ্রম করতে হয় তবে দাবি সফল তারকাদের। পাড়ি দিতে হয় অনেক চড়াই উতরাই।

বিশ্বের পাঁচ ধনী সুপারমডেল নিয়ে এই ফটো ফিচার।

বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সুপারমডেল কেন্ডাল জেনার। মার্কিন এই তারকার গত বছর আয় ছিল ৪০ মিলিয়ন মার্কিন ডলার।

ক্রিসি টেইজেন মার্কিন সুপারমডেল। ২০১০ সালে মডেলিংয়ে ক্যারিয়ার শুরু করেন। গত বছর তার আয় ছিল ৩৯ মিলিয়ন মার্কিন ডলার।

 

ব্রাজিয়ান সুপারমডেল গিজেল বুন্ডশেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া মডেলদের একজন। গত বছর তিনি ৩৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। এক দশক ধরে তিনি এই তালিকায় রয়েছেন।

ব্রিটিশ মডেল ও অভিনেত্রী রোজি হান্টিংটন হুইটলে। গত এক বছরে তিনি আয় করেছেন ৩২ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বখ্যাত সুপারমডেলদের মধ্যে তিনি অন্যতম।

চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা সুপারমডেলের তালিকায় রয়েছেন আদ্রিয়ানা লিমা। গত বছর তার আয় ৩১ মিলিয়ন মার্কিন ডলার।

এম এউ, ১১ আগস্ট

Back to top button