ফুটবল

আবারও একসঙ্গে মেসি-নেইমার

প্যারিস, ১০ আগস্ট – প্যারিস সেইন্ট জার্মেই পিএসজির সঙ্গে মেসির চুক্তি ফাইনাল হওয়ায় মেসিকে স্বাগত জানিয়েছেন নেইমার। মেসির এখন নতুন ঠিকানা পিএসজি। যেখানে তার বন্ধু নেইমার আছেন। বার্সা অধ্যায় শেষ হওয়ার পর মেসিকে লুফে নিয়েছে পিএসজি। দুই বন্ধুর আবারও একসঙ্গে হওয়া যেন নিয়তিতেই লেখা ছিল। আজ পিএসজি’র সঙ্গেই দুই বছরের জন্য চুক্তি করেন আর্জেন্টাইন তারকা। সেখানে মেসির বেতন হবে বছরে ৩৫ মিলিয়ন ইউরো (প্রায় ৩৫০ কোটি টাকা)।

এর আগে ২০১৩ সালে বার্সায় যাওয়ার পর মেসির সঙ্গেই ছিল তার সবচেয়ে ভালো সম্পর্ক। ২০১৭-তে রেকর্ড পারিশ্রমিকে ন্যু ক্যাম্প ছেড়ে পিএসজিতে চলে আসলেও বন্ধুকে কখনই ভুলেননি নেইমার।

সেই বন্ধু এবার প্যারিসে চলে এসেছেন, নেইমারের চেয়ে খুশি আর কে? নিজের উত্তেজনা গোপন রাখতে পারলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে দুজনের বার্সা থাকাকালীন আলিঙ্গনের একটি ছবি শেয়ার করে নেইমার লিখেছেন, ‘আবারও একসঙ্গে।’

এন এ/ ১০ আগস্ট

Back to top button