জাতীয়
মহান মুক্তিযুদ্ধের সংগঠক ফরহাদ রহমান আর নেই
ব্রাহ্মণবাড়িয়া, ১০ আগস্ট – ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক অতিরিক্ত সচিব ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ রহমান ওরফে মাক্কি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকাল ৪টা ৪০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরহাদ রহমান প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর সুস্থ হয়ে ওঠেন। কিন্তু লিভার, ক্যানসার ও যক্ষ্মা রোগে ভোগায় তার মৃত্যু হয়।
সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১০ আগস্ট ২০২১