ঢাকা

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত ঢাকায়

ঢাকা, ১০ আগস্ট – গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে ৫ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ফের মৃত্যুর রেকর্ড ছুঁয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনকে নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গেলো। দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৩ হাজার ১৬১ জন।

গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯২ জন। এরপর চট্টগ্রাম বিভাগের ৬০ জন, রাজশাহী বিভাগের ২৫ জন, খুলনা বিভাগের ২৭ জন, বরিশাল বিভাগের ১১ জন, সিলেট বিভাগের ১৭ জন, রংপুর বিভাগের ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১৮ জন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। এদের নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন।

২৪ ঘণ্টায় শনাক্ত হওয়াদের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। অধিদফতর জানাচ্ছে, এ সময়ে ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৪৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫১ জন, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৫০৬ জন, রাজশাহী বিভাগে ৫০৮ জন, রংপুর বিভাগে ৩১৫ জন, খুলনা বিভাগে ৭৫৭ জন, বরিশাল বিভাগে ৬৬৯ জন এবং সিলেট বিভাগে ৫৯০ জন।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১০ আগস্ট ২০২১

Back to top button