জাতীয়

১২ আগস্ট থেকে মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু

ঢাকা, ১০ আগস্ট – করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান গণটিকা কর্মসূচিতে আগামী ১২ আগস্ট থেকে মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে। একই সঙ্গে এদিন থেকে মডার্নার প্রথম ডোজ টিকা প্রদান বন্ধ করে দেওয়া হবে।

মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ আগস্টের পর সারাদেশে মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ ও দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। তবে যেসব স্থানে মডার্নার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে।

এছাড়াও ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া আরম্ভ করতে হবে। এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন শিগগিরই পাঠানো হবে।

এই নির্দেশনাটি সারাদেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।

সূত্র : আরটিভি
এম এউ, ১০ আগস্ট

Back to top button