ফুটবল
বার্সেলোনা ছেড়ে প্যারিসের পথে মেসি
বার্সেলোনা অধ্যায় শেষ হওয়ার পর নতুন ঠিকানা হিসেবে ফরাসি ক্লাব পিএসজিকেই বেছে নিচ্ছেন লিওনেল মেসি।
এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শীর্ষ সব সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, দুই পক্ষই চুক্তির জন্য একমত। এমনকি বার্সেলোনা থেকে প্যারিসের উদ্দেশ্যেও রওনা হয়েছেন আর্জেন্টাইন তারকা।
নিজের ব্যক্তিগত বিমানে বার্সেলোনা বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করেছেন মেসি। আর্জেন্টাইন তারকার সঙ্গে রয়েছেন স্ত্রী ও তিন সন্তান।
বাংলাদেশ সময় বিকেলে মেসি বার্সেলোনা ছেড়েছেন। সন্ধ্যা সাতটায় প্যারিসে নামার কথা মেসির। এদিনই তার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা।
🚨🚨🚨 MESSI ACABA DE LLEGAR AL AEROPUERTO DE BARCELONA. Se va. Todo hoy en @JugoneslaSexta @DeporteslaSexta @MasqueDeportes
— Maria Garrido 1997 ⚽️🎥 (@mariagarridos) August 10, 2021
সূত্র : দেশ রূপান্তর
এম এউ, ১০ আগস্ট