কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে করোনার ভ্যাকসিন প্রদান শুরু
কক্সবাজার, ১০ আগস্ট – কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে করোনার টিকা দেয়া শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) থেকে রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮ হাজার রোহিঙ্গাকে ৫৬টি কেন্দ্রে করোনা টিকা দেয়া হচ্ছে। পাশাপাশি একই সময়ে ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা দেয়া হচ্ছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন টিকাদান কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।
শামসুদ দৌজা নয়ন জানান, আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের ৫৬টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। প্রথম দফায় ৫৫ বছরের বেশি প্রায় ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেয়া হচ্ছে। পাশাপাশি ক্যাম্পে টিকাদান কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবক, ক্যাম্পের মাঝি, মসজিদের ইমামসহ প্রায় ১৮ হাজার জনকে টিকা দেয়া হবে। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের সাথে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮৬টি টিম কাজ করছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১০ আগস্ট