মুন্সিগঞ্জ

পদ্মাসেতুর পিলারে ধাক্কা: ফেরির মাস্টার ও সুকানি বরখাস্ত

মুন্সিগঞ্জ, ১০ আগস্ট – মুন্সিগঞ্জের শিমুলিয়ার কাছে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরি ধাক্কার ঘটনায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্টার মো. দেলোয়ার ইসলাম ও সুকানি মো. আবুল কালাম আজাদকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) এক দপ্তর আদেশে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান। তিনি বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা দুইটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে গত ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে শাহজালাল নামে রো রো ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির মাস্টার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১০ আগস্ট

Back to top button