চলতি বছরেই হয়তো বিয়ে করছেন রণবীর-আলিয়া! জানালেন লারা দত্ত
মুম্বাই, ০৯ আগস্ট – বলিউডের এই মুহূর্তে আলোচিত জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। তাদের বিয়ে নিয়ে বলিপাড়ায় গুঞ্জন এবং নানা কৌতূহল আছে। তবে, এই দুই তারকার বিয়েয় খবর জানালেন আরেক বলি তারকা লারা দত্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের বিয়ের পরিকল্পনা জানিয়েছেন লারা দত্ত। ২০২১ সালের শেষের দিকেই চার হাত এক হচ্ছে বলে জানিয়েছেন লারা দত্ত। রণবীর ও আলিয়ার বিয়ের খবরে আনন্দে ভাসছে তাদের ভক্তরা।
ভারতের সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকারে লারা দত্তকে আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে চলতি বছরেই তাদের বিয়ের কথা জানিয়েছেন তিনি। লারা দত্ত তার সর্বশেষ অভিনীত ‘বেলবটম’ সিনেমায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলেছেন।
উল্লেখ্য, আলিয়া-রণবীর ২০১৭ সালে প্রেমের সম্পর্কে জড়ান। তাদের মাঝে মাঝেই ইনস্টাগ্রামে বিভিন্ন ছবি শেয়ার করতে দেখা যায়।
এম ইউ/০৯ আগস্ট ২০২১