আফগানিস্তানের বোলিং কোচ শন টেইট
কাবুল, ০৯ আগস্ট – আফগানিস্তানের বোলিং কোচ হলেন শন টেইট। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে নিয়োগ দেওয়ার বিষয়টি সোমবার (৯ আগস্ট) চূড়ান্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
২০০৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত টেইট অস্ট্রেলিয়ার জার্সিতে তিন টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলেন। বিশ্বের অন্যতম সেরা দ্রুতগতিসম্পন্ন ফাস্ট বোলার তিনি। তবে বোলিং অনেক সময় ভারসাম্যহীন হয় বলে তার ডাক নাম ‘দ্য ওয়াইল্ড থিং’।
২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে সময় দিচ্ছেন টেইট। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে কাজ করেছেন এবং টি১০ লিগে আবুধাবিতে বাংলা টাইগার্সেও কোচিং করান।
এই বছর রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে ডারহাম কোচিং সেটআপেরও অংশ ছিলেন টেইট।
প্রথমবার জাতীয় দলের কোচিং সেটআপে সাবেক অজি তারকা পেসার। তার প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কায়। সেখানে পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচ খেলবে আফগানরা।
নভেম্বরে নিজ দেশের বিরুদ্ধে আফগানদের প্রস্তুত করবেন টেইট। হোবার্টে অজিদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে আফগানিস্তান। তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড ও বাছাই খেলে আসা দুটি দলের বিপক্ষে পরীক্ষা দেবে তারা।
সূত্র : রাইজিংবিডি
এম এউ, ০৯ আগস্ট