ফুটবল
চার ম্যাচ হাতে রেখেই লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
ঢাকা, ০৯ আগস্ট – তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডিকে হারিয়ে আগেভাগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্ব ধরে রাখল বসুন্ধরা কিংস। গতবার অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
সোমবার (৯ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামালকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা। তাতে ২০ ম্যাচে ৫৫ পয়েন্ট সংগ্রহ তাদের। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা শেখ জামাল বাকি পাঁচ ম্যাচ জিতলেও ছুঁতে পারবে না শীর্ষ স্থান।
২১ মিনিটে রবিনহোর গোলে এগিয়ে যায় বসুন্ধরা। দ্বিতীয়ার্ধে তারা আরেকটি গোল করে। ৬২ মিনিটে লক্ষ্যভেদ করেন ফের্নান্দেস।
চ্যাম্পিয়ন হওয়ার পথে মাত্র দুই ম্যাচ জয় পায়নি বসুন্ধরা। গত ফেব্রুয়ারিতে এই শেখ জামালের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। আর জুলাইয়ে চট্টগ্রাম আবাহনীর কাছে একমাত্র হারের তেতো স্বাদ পায় অস্কার ব্রুজনের দল।
সূত্র : রাইজিংবিডি
এম এউ, ০৯ আগস্ট