খুলনা

করোনায় খুলনা বিভাগে ২৪ মৃত্যু, আক্রান্ত ৯১১

খুলনা, ০৯ আগস্ট – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ৯১১ জন।

বিষয়টি সোমবার (৯ আগস্ট) দুপুরে নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার।

এ নিয়ে খুলনা বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৬৬১জন এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪০৫জন।

এর আগে রোববার (০৮ আগস্ট) বিভাগে ২৮ জনের মৃত্যু এবং ৬১২জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এখানে আক্রান্ত হয়েছেন ১৪১ জন। এছাড়া খুলনা জেলায় মৃত্যু ৩ ও আক্রান্ত ১৯৬ জন, বাগেরহাটে মৃত্যু ২ ও আক্রান্ত ১৫৩ জন, সাতক্ষীরায় মৃত্যু ১ ও আক্রান্ত ৬৩ জন, যশোরে মৃত্যু ৫ ও আক্রান্ত ৪৩ জন, ঝিনাইদহে মৃত্যু ২ ও আক্রান্ত ৮৮ জন, চুয়াডাঙ্গায় মৃত্যু ১ ও আক্রান্ত ৪৭ জন এবং মেহেরপুর, মাগুরা ও নড়াইলে কোনো মৃত্যু নেই। তবে মেহেরপুরে আক্রান্ত ৩৭, মাগুরায় ২৯জন ও নড়াইলে ১৪জন আক্রান্ত হয়েছেন।

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/০৯ আগস্ট ২০২১

Back to top button