জাতীয়

করোনায় প্রাণ গেল পিআইবির সদস্য কামরুন নাহারের

ঢাকা, ০৯ আগস্ট – করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সদস্য সহকারী অধ্যাপক কামরুন নাহার মারা গেছেন। আজ সোমবার (৯ আগস্ট) সকালে চিকিৎসকরা মুত্যুর বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান। তার বয়স হয়েছিল মাত্র ৪১ বছর।

কামরুন নাহারের স্বামী অবজারভার পত্রিকার স্পোর্টস এডিটর মশিউর রহমান বলেন, কামরুন নাহারের গত ১ আগস্ট করোনা ধরা পড়ে। দুদিনের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় ৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকালে আমাদের ছেড়ে চলে গেলেন। ‘

মশিউর রহমান জানান, কামরুন নাহারকে নরসিংদিতে তার মায়ের কবরের পাশে শায়িত করা হবে।

বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে কর্মরত ছিলেন কামরুন নাহার। তার ছাত্র বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী তাইমুর হাসান শুভ জানান, রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট শুরু হলে গত ৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ভেন্টিলেশন দিয়ে রাখা হয়েছিল।

তার স্বামী সাংবাদিক মশিউর রহমান নিজেও করোনা আক্রান্ত বলে জানান শুভ।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/০৯ আগস্ট ২০২১

Back to top button