শেষ পর্যায়ে এসে বিধিনিষেধ মানছে না কেউ
ঢাকা, ০৯ আগস্ট – করোনার সংক্রমণ রোধে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ শেষ পর্যায়ে কেউ মানছেন না। দিনের শুরুতেই কর্মব্যস্ত মানুষ রাস্তায় বেরিয়েছেন। একইসাথে বেড়েছে যানবাহনের চাপ। নেই স্বাস্থ্যবিধির বলাই।
চলমান বিধিনিষেধ শেষ হওয়ার ঠিক একদিন আগে সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। বিধিনিষেধ ১০ আগস্ট শেষ হচ্ছে।
মূলত বুধবার থেকে আগের মতো সব অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট খুলে দেয়ার ঘোষণায় ঢাকায় ফিরছেন অনেক মানুষ। যার কারণে রাজধানীর প্রবেশপথ গুলোতে আবার মানুষ এবং যানবাহনের চাপ বেড়েছে। ব্যক্তিগত মোটরসাইকেল এবং প্রাইভেটকার এবং রিকশায় অনেকেই যাত্রী পরিবহন করছেন। ট্রাফিক পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে তারা নানা ধরনের অজুহাত দিচ্ছেন। গাড়ির চাপ বাড়ার কারণে ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হচ্ছে।
একাধিক ট্রাফিক পুলিশ সদস্য বলছেন, রাস্তায় গাড়ির চাপ বাড়ার কারণে তাদের দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হচ্ছে। ঘর থেকে বের হওয়া অধিকাংশ মানুষকেই তারা জিজ্ঞাসাবাদ করতে পারছেন না। বিধিনিষেধ মানতে অনেকেই অপারগতা দেখাচ্ছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৯ আগস্ট ২০২১