ফুটবল

এসি মিলানের সঙ্গে ড্র করলো রিয়াল মাদ্রিদ

সোমবার লেভান্তের বিপক্ষে লা লিগা অভিযান শুরু করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে তার আগে শেষ প্রীতি ম্যাচটি সুখকর হয়নি। অস্ট্রিয়ার মাঠে গোলশূন্য ড্র করেছে এসি মিলানের সঙ্গে।

বল দখলের পাশাপাশি আক্রমণে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের শুরুতে ভালো সুযোগ পায় এসি মিলান। কিন্তু ডিফেন্ডার থিও এরনদেঁজের শট পোস্টে বাধা পেলে আর এগিয়ে যাওয়া হয়নি।

গ্যারেথ বেল-আলাবারা গোলের জন্য চেষ্টা করতে থাকেন।

বিরতিতে যাওয়ার আগে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি গ্যারেথ বেল। বক্সের ভিতরে নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু ওয়েলস ফরোয়ার্ডের শট রুখে দিয়ে এসি মিলানকে ম্যাচে রাখেন গোলকিপার স্বয়ং।

বিরতির পর রিয়ালের দুর্ভাগ্য কমেনি। ৫২ মিনিটে লুকা মদরিচের শট ক্রস বারে লেগে ফিরে আসলে গোল পাওয়া হয়নি।

৯০ মিনিট শেষে কোনও দলই পায়নি গোলের দেখা। এই ম্যাচে খেলেননি রিয়ালের অন্যতম বড় তারকা করিম বেনজেমা।

ম্যাচ ড্র হলেও বেল ও ইস্কোর পারফরম্যান্স কোচ আনচেলত্তির মন কেড়েছে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০৯ আগস্ট

Back to top button